স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কাদের মির্জার মাস্ক ও মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৬ মার্চ ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মাস্ক ও মিষ্টি বিতরণ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আবদুল কাদের মির্জা। পরে পৌরসভার সামনে থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিষ্টি ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

jagonews24

এ সময় তিনি পৌর ভবন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাট-বাজারে সাধারণ মানুষ ও কর্তব্যরত পুলিশ সদস্যদের মিষ্টিমুখ করিয়ে তাদের মুখে মাস্ক তুলে দেন। পরে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে করোনা মহামারী থেকে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে শোভাযাত্রা বের করেন।

প্রসঙ্গত, কোম্পানীগঞ্জে রাজনৈতিক বিবদমান পরিস্থিতির কারণে আবদুল কাদের মির্জার বিভিন্ন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেন স্থানীয় প্রশাসন। এছাড়া বৃহস্পতিবারও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীতার সুবর্ণজয়ন্তীতে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণে ও প্রশাসন স্থগিত করে দেন। তার বিভিন্ন কর্মসূচির উপর প্রশাসনের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রতিপক্ষের ও সকল প্রকার কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আপাতত প্রশাসন এ কঠোর অবস্থানে রয়েছেন।

মিজানুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।