রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৭ মার্চ ২০২১

কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারী ছেলেসন্তান জন্ম দিয়েছেন। শনিবার (২৭ মার্চ) ভোরে শহরের জয়বাংলা মোড় এলাকায় সন্তান প্রসবের খবর পেয়ে পুলিশ মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী কয়েক বছর ধরে শহরের বিভিন্ন বাজার ও রাস্তায় অবস্থান করে আসছিলেন। শুক্রবার ভোরে শহরের জয়বাংলা মোড় এলাকায় পরিত্যক্ত স্থানে মানসিক ভারসাম্যহীন ওই নারী বাচ্চা প্রসব করেন। পরে ঘটনাস্থল থেকে মা ও নবজাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারী তার নাম-ঠিকানা কিছুই বলতে পারছে না।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসাল্টেন্ট ডা. মোকতার হোসেন বলেন, ‘নবজাতকটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘মানসিক ভারসাম্যহীন নারী ও তার বাচ্চাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে পুলিশ রয়েছে যাতে কেউ বাচ্চাটি নিয়ে যেতে না পারে।’

মাসুদ রানা/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।