নোয়াখালীতে টায়ারে আগুন ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ
হেফাজতে ইসলামের ডাকা হরতাল সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।
রোববার (২৮ মার্চ) সকাল থেকে জেলার চৌমুহনী বাজার, চৌমুহনী চৌরাস্তা, জমিদারহাট বাজারসহ ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা। এছাড়া একাধিক স্থানে সড়কে টায়ারে আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো অপসারণ করে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট খাট কিছু যানবাহন চলাচল করলেও দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। সব ধরনের নাশকতা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরে আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তবে এ খবর লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, হরতালকে কেন্দ্র করে সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে ভোর থেকে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য প্রতিটি উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসজে/এমএস