পুত্রবধূকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৮ মার্চ ২০২১
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগে ছায়েরা খাতুন ওরফে রেখা (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন তার শ্বশুর।

রোববার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ইটবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রেখা কুয়েত প্রবাসী মো. বাবুলের স্ত্রী ও অজুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের মো. হানিফের মেয়ে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধার জানান, ১৮ বছর আগে রেখার সঙ্গে কুয়েত প্রবাসী বাবুলের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রোববার বেলা ১১ টার দিকে তার শ্বশুর ধারালো ছোরা দিয়ে ছুরিকাঘাত করেন। এরপর তাকে গলা কেটে হত্যা করেন তিনি।

তিনি আরও জানান, দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মিজানুর রহমান/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।