ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৮ মার্চ ২০২১

সাতক্ষীরার হাড়দ্দহ সীমান্তের ইছামতী নদীর তীর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ মার্চ) সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, রোববার সকালে ইছামতি নদীর বাংলাদেশ পাড়ে বাঁধরক্ষা ব্লকের ওপর ভেসে আসা এক ব্যক্তির লাশ দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ ও নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করা হয়। তবে তিনি কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।