১২শ’ কেজি জাটকা গেল এতিমখানায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৯ মার্চ ২০২১

শরীয়তপুরের নড়িয়ায় এক হাজার ২০০ কেজি জাটকাসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার (২৯ মার্চ) সকালে পদ্মা নদীর পাড়ের বাঁশতলা এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গরিবেরচর গ্রামের শাহজালাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৬), আবু ব্যাপারী পাড়া গ্রামের সাহাবুদ্দিন হাওলাদারের ছেলে খবির হাওলাদার (২৫) ও ডামুড্যা উপজেলার দাইমি চরভয়রা গ্রামের মৃত ফজল হক মাঝির ছেলে কাইয়ুম মাঝি (৩০)।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোরশেদুল ইসলাম বলেন, জাটকাসহ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে আসা হলে তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড দেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘জব্দকৃত এক হাজার ২০০ কেজি জাটকা স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।’

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।