গাজীপুরে বিএনপির সমাবেশ পণ্ড, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৯ মার্চ ২০২১

 

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। সোমবার (২৯ মার্চ) বিকেলে মিছিলটি নগরীর মাধব বাড়ির সামনে পৌঁছলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন।

দলীয় একাধিক সূত্র জানায়, ইসলামী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় মহানগর বিএনপি। বিকেলে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম শামীমের নেতৃত্বে মিছিলটি শহরের আজিম উদ্দিন কলেজ এলাকা থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। মিছিলটি মাধব বাড়ির সামনে পৌঁছলে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে।

এসময় মহানগর সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুবদলকর্মী সাইদুল মাহমুদ, মহানগর সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব উদ্দিন, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার বলেন, ‘নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। মিছিল নিয়ে নেতাকর্মীরা বিএনপির অফিসের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও শর্টগানের গুলি ছুড়ে। এতে আমাদের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে।’

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা মিছিল করার সময় রাজবাড়ী রোডের চলাচলরত যানবাহন ভাঙচুর করে। ভাংচুরে বাধা দিলে তারা আরও উত্তেজিত হয়ে উঠে। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছাত্রভঙ্গ করে দেয়।’

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।