জুয়ার আসরের ছবি তোলায় পুলিশকে পেটালেন জুয়াড়িরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১২ পিএম, ৩০ মার্চ ২০২১

বগুড়ার ধুনট উপজেলায় মোবাইলে জুয়া খেলার আসরের ছবি তোলায় সেলিম মিয়া (৫৪) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করেছেন সংঘবদ্ধ জুয়াড়িরা। এসময় তারা ওই পুলিশ সদস্যের মোবাইল ফোন কেড়ে নেন।

সোমবার (২৯ মার্চ) রাতে উপজেলার বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন বেড়েরবাড়ি গ্রামের আলীমুদ্দিনের ছেলে জিল হক (৩৪) ও বাচ্চু প্রামাণিকের ছেলে আবু সাইদ (৩৩)।

মারধরের শিকার পুলিশ সদস্য বগুড়া জেলা পুলিশ শাখায় (ডিএসবি) ওয়াচার কনস্টেবল পদে কর্মরত। প্রায় ছয় মাস ধরে তিনি ধুনট থানায় কর্মরত।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে হিটলার ওরফে হিটলুর নেতৃত্বে বুড়িরভিটা এলাকায় দীর্ঘদিন ধরে তিন তাসের জুয়া খেলার আসর বসে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেলিম মিয়া একাই ওই জুয়া খেলার আসরে যান। সেখানে তিনি মোবাইলে জুয়া খেলার আসরের ছবি তোলেন। এসময় সংঘবদ্ধ জুয়াড়িরা ক্ষুব্ধ হয়ে সেলিম মিয়াকে মারপিট করে তার মোবাইল ফোন কেড়ে নেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সেলিম মিয়া বাদী হয়ে হিটলার ওরফে হিটলুসহ ২৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।