করোনায় আক্রান্ত এমপি সিমিন হোসেন রিমি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ৩০ মার্চ ২০২১

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমিসহ তার দুই ছেলে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে তাকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিমিন হোসেন রিমির স্বামী মোস্তাক হোসাইন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য গত বৃহস্পতিবার (২৫ মার্চ) নমুনা দেন তিনি। পরদিন শুক্রবার (২৬ মার্চ) নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তখন থেকে তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। স্ত্রীসহ ছেলেরা বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সোমবার (২৯ মার্চ) সিমিন হোসেন রিমি রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে গেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে সেখানে ভর্তি হয়েছে।’

গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, করোনা আক্রান্তদের পাশে শুরু থেকেই সদা জাগ্রত সিমিন হোসেন রিমি। ঝুঁকি নিয়ে ঘরে ঘরে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে পাঠিয়েছেন রোগীদের। মানবিক সেবা দিয়ে এখন তিনি নিজেই আক্রান্ত।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।