কালকিনি পৌরসভা নির্বাচন : দু’পক্ষের সংঘর্ষে আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৪১ পিএম, ৩১ মার্চ ২০২১

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রে মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম হানিফ ও বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় দুপক্ষের সমর্থকরাই বোমার বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় অন্তত দুজন আহত হন। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার দুপুর ১২টার দিকে পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও সাড়ে ১২টার দিকে শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকে। সকালে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

jagonews24

মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান জানান, কালকিনি পৌরসভায় মোট ভোটার৩৩ হাজার ৪০০। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৯৫৮ ও নারী ভোটার ১৬ হাজার ৪৪২।

নির্বাচন চলাকালে একজন জুডিশিয়াল বিচারকসহ মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ নির্বাচনে মোট ৬৭০ জন পুলিশ সদস্য, দুই প্লাটুন বিজিবি, র‍্যাবের তিনটি টিম, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৩০ জন করে পুলিশ সদস্যের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। এছাড়া কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।