মাস্ক ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ১৩১ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০১ এপ্রিল ২০২১

ময়মনসিংহে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৩১ মামলায় ২৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ মার্চ) ময়মনসিংহ মহানগরী ও ৭ উপজেলায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

jagonews24

তিনি বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩১ মামলায় ২৯ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

মঞ্জুরুল ইসলাম/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।