আবারও সেই পুকুরেই মিলল বিষ্ণমূর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:২১ পিএম, ০১ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নওগাঁর রানীনগরে আবারও একই পুকুর থেকে প্রায় ১৪ কেজি ওজনের একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, গত কয়েকদিন থেকে পুকুরটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সংস্কারের কাজ চলছে। বৃহস্পতিবার সকালে কাজ চলাকালীন সময় স্কেভেটরচালক মূর্তিটি দেখতে পায়। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে ঘটনাস্থল থেকে মূল্যবান কালো পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, মূর্তিটির ওজন প্রায় ১৪ কেজি। মূর্তিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ ওই পুকুর থেকে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

আব্বাস আলী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।