ফের বন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় পার্ক বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির।
তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় ৩ এপ্রিল (শনিবার) থেকে আগামী ১৪ দিন সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে পার্কের কর্মকর্তা-কর্মচারী, বন্যপ্রাণী, পার্কে আসা দর্শনার্থীদের কোভিড-১৯ থেকে রক্ষা করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোভিড পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।’
উল্লেখ্য, ২০২০ সালের ২০ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের ১ নভেম্বর পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম