বসুরহাটে মাস্ক না পরায় জরিমানা
মাস্ক না পরে বাজারে আসায় নোয়াখালীর বসুরহাটে সাতজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা এ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, মাস্ক না পরায় সংক্রমণ প্রতিরোধ আইনে ছয় জনকে ১১০০ টাকা ও মোটরযান আইনে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় বিনামূল্যে মাস্ক বিতরণসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজারের ব্যবসায়ীদেরকে নানান নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান সুপ্রভাত চাকমা।
এসজে/এমকেএইচ