লকডাউনের ঘোষণায় বাজারে কেনাকাটার হিড়িক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৪ এপ্রিল ২০২১

 

এক সপ্তাহের লকডাউনের আগাম ঘোষণায় মাদারীপুরের বিভিন্ন বাজারে ক্রেতাদের অগ্রীম কেনাকাটার হিড়িক পড়েছে। চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকানে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা গেছে।

ক্রেতারা জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের এক সপ্তাহের লকডাউনের আগাম ঘোষণায় মানুষ শঙ্কিত হয়ে পড়েছে।

jagonews24

এদিকে এ আগাম ঘোষণাকে মানুষ সতর্কতা হিসেবেও গ্রহণ করেছে। বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়ায় মানুষ ঘরে থাকার জন্য বেশি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় কিনে ঘরবন্দি হওয়ার পরিকল্পনা করছে।

অপরদিকে লকডাউনকে পুঁজি করে কিছু কিছু পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনো নজরদারী চোখে পড়েনি।

jagonews24

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার নামে মজুত করতে চাইলে অথবা ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।