শিমুলিয়া-বাংলাবাজার রুটে ঘরমুখী মানুষের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৪ এপ্রিল ২০২১

লকডাউন ঘোষণায় মাদারীপুরের শিমুলিয়া-বাংলাবাজার রুটে যাত্রী ও যানবাহনের উপচেপড়া ভিড় দেখা গেছে। লঞ্চসহ নৌযান ও যানবাহনগুলো বাড়তি ভাড়া নিলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না চালক-সহকারী ও যাত্রীরা।

যাত্রী, চালকসহ স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ‘লকডাউন ঘোষণা করার পর রোববার (৪ এপ্রিল) সকাল থেকেই শিমুলিয়া-বাংলাবাজার রুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। দুপুরের পর থেকে বাড়তে থাকে ভিড়। ফলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে প্রতিটি যানবাহন ও নৌযান যাত্রীদের।

jagonews24

এনিয়ে যাত্রীদের মাঝে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। এদিকে উভয় ঘাটেই যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। প্রতিটি যানবাহনকে দীর্ঘসময় ঘাটে আটকে থেকে পদ্মা নদী পাড়ি দিতে হচ্ছে।

বাংলাবাজার ফেরিঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘শিমুলিয়া-বাংলা বাজার নৌরুটে ছোটবড় ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট চলাচল করে। লকডাউন ঘোষণার পর ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।’

এ কে এম নাসিরুল হক/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।