ধামইরহাটে ১৩০০ শতকের চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৫ এপ্রিল ২০২১

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি পুকুর খননের সময় ১৩০০ শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খনন করা পুকুর থেকে চতুর্মুখী শিবলিঙ্গটি উদ্ধার করে র‌্যাব-৫।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এসএম ফজলুল হক বলেন, গত কয়েকদিন থেকে আব্দুল আজিজ তার ব্যক্তিগত পুরোনো পুকুর খনন করছিলেন। খননের সময় চতুর্মুখী শিবলিঙ্গটি পাওয়া যায়। পরে সংবাদ পেলে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, চতুর্মুখী শিবলিঙ্গের দৈর্ঘ্য-৪২ ইঞ্চি ও ব্যাস-১৬ ইঞ্চি এবং ওজন প্রায় ৬০০ কেজি। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাহাড়পুর জাদুঘরে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আব্বাস আলী/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।