লকডাউনে চলছে পশুহাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৫ এপ্রিল ২০২১

লকডাউনে মেহেরপুরের বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ থাকলেও চলেছে গাংনীর বামন্দী পশুহাট। হাটে বেচা-কেনাও চলছে দেদারসে। মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের প্রয়োজন মেটাতে হাটের আশপাশের দোকানপাট খোলা দেখা যায়।

সোমবার (৫ এপ্রিল) সকালে সরেজমিনে ঘুরে এসব দৃশ্য দেখা যায়।

মেহেরপুর গাংনীর বামুন্দী পশুহাটের ইজারাদার আমিরুল শেখ বলেন, ‘সরকারি কোনো নির্দেশনা না পাওয়ায় আমরা হাট পরিচালনা করছি। এছাড়া সামনে ঈদ। হাটের কার্যক্রম বন্ধ থাকলে ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন হবে।’

meher.jpg

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি মেনে মালামাল বিক্রি করা হলেও সরকার তা বন্ধ করে দিয়েছে। আর যেখানে কোনো স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব নেই সেখানে কী করে খোলা থাকে?

বামন্দী পশুহাট খোলা ও বন্ধে কোনো বিধি নিষেধ আছে কিনা জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ জানান, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। কিন্তু পশুর হাটের ব্যাপারে বিধি নিষেধ না থাকায় কোনো প্রকার ব্যবস্থা নিতে পারছেন না তারা।

আসিফ ইকবাল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।