রাকাব চেয়ারম্যান-এজিএম করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৫ এপ্রিল ২০২১

দুইদিন আগেই করোনায় মৃত্যুবরণ করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭)। তার মৃৃত্যুর দুইদিন না গড়াতেই রাকাব চেয়ারম্যান মো. রইছউল আলম মণ্ডলের করোনা শনাক্ত হয়েছে। ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মাহমুদা বিন হকও করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (৫ এপ্রিল) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল।

তিনি জানান, এ দুই ব্যাংক কর্মকর্তার পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা আইসোলেশনে আছেন।

গত ২ এপ্রিল রাকাব চেয়ারম্যান মো. রইছউল আলম মণ্ডলের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় তার স্ত্রী এবং সন্তানেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে আছেন মো. রইছউল আলম মণ্ডল। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

এদিকে, গত ৪ এপ্রিল ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও কর্মীব্যবস্থাপনা বিভাগের প্রধান মাহমুদা বিন হকের করোনা ধরা পড়ে। একই সঙ্গে তার স্বামীর করোনা শনাক্ত হয়। তিনিও রাজশাহী নগরীর শেখপাড়া এলাকার নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এরআগে গত ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শামীমা ফেরদৌস শিমুল।

শামীমা ফেরদৌস শিমুল রাকাবের মনিটরিং শাখা প্রধানের দায়িত্বপালন করছিলেন। তিনি রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা। তার মা এবং দুই ভাইয়েরও করোনা শনাক্ত হয়।

সর্বশেষ গত ২৬ মার্চ বিকেলে রাকাব আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এজিএম শামীমা ফেরদৌস শিমুল। এরপর তিনি আর অফিসে যেতে পারেননি। গত ২৯ মার্চ অসুস্থ হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ওই দিনই তার করোনা শনাক্ত হয়।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।