লঞ্চডুবিতে নিহতদের ২২ জনই মুন্সিগঞ্জের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৬ এপ্রিল ২০২১

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় নিহতদের মধ্যে ২২ জনের বাড়িই মুন্সিগঞ্জের। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত লঞ্চডুবিতে নিহত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

jagonews24

মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় বলেন, ‘মুন্সিগঞ্জের নিহত ২২ জনের মধ্যে ১২ জন নারী, ৯ জন পুরুষ ও এক বছরের মেয়ে শিশু রয়েছে। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। প্রত্যাকটি মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’

jagonews24

মুন্সিগঞ্জ সদর উপজেলার মালপাড়া, মোল্লাকান্দি, দেওভোগ, চরকেওয়ার, দক্ষিণকোর্ট, দক্ষিণ চরমশুরা এলাকায় শোকের মাতম চলছে। নিহতের মরদেহ বুঝে নিতে আসা স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। নিহতদের দাহ-দাফনে তৈরি হয়েছে হৃদয়বিদারক দৃশ্য।

jagonews24

প্রঙ্গত, রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় এসকে-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় এমএল সাবিত আল হাসান নামে লঞ্চটি। এতে ব্যাপক প্রাণহানি ঘটে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।