পটুয়াখালীতে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ ডিম-দুধ-মাংস বিক্রি শুরু
পটুয়াখালীতে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের দুধ, ডিম ও মুরগি ভ্রাম্যমাণভাবে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন জানান, প্রতি কেজি সোনালী মুরগি ২৫০ টাকা, মুরগির ডিম প্রতি হালি ২৮ টাকা, হাঁসের ডিম প্রতি হালি ৪০ টাকা এবং দুধ প্রতি লিটার ৬০ টাকা দরে বিক্রি করা হবে।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘সারাদেশ ব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে পটুয়াখালীতে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হলো।’
জেলা ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান মাতবর বলেন, ৪৫ দিনের জন্য জেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে পটুয়াখালী শহরের মধ্যে দুইটি ট্রাকে করে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হবে। এতে খামামি ও ক্রেতা উভয়ই উপকৃত হবেন।
এসআর/এমএস