কালকিনিতে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৯ এপ্রিল ২০২১
ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে একটি খাল থেকে মোয়াজ্জেম সরদার (৪২) ও মোকসেদা বেগম (৩৪) দম্পতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রামের হাবিব বেপারীর বাড়ির পাশের খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের খবরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী মোয়াজ্জেম ও স্ত্রী মোকসেদা বেগম বৃহস্পতিবার রাতে একসঙ্গে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি শেষে শুক্রবার খালের কচুরী পানার ভেতর তাদের দুজনের মরদেহ দেখতে পেয়ে কালকিনি থানায় খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, ‘নিহত মোয়াজ্জেম একটি লুট মামলার সাক্ষী ছিলেন। হয়তো এর জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।’

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘আমরা খবর পেয়ে দুজনের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে হত্যা করা হয়েছে।’

একে এম নাসিরুল হক/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।