প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু, আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৯ এপ্রিল ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নিয়ে বাগ-বিতণ্ডায় আবদুর রহমান (৫০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

নিহত আবদুর রহমান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে।

নিহত আবদুরের শ্বশুর মন্টু আলী বলেন, বাড়ির সামনের রাস্তার ড্রেন নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আমিনুল, বেলাল ও রুবেলের সঙ্গে বিরোধ চলে আসছিল আবদুরের।

এনিয়ে শুক্রবার বেলা ১০ দিকে দু’পক্ষের বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে আবদুর রহমানের মাথা ও বুকে আঘাত করে। এতে আহত হন তিনি।

আহত অবস্থায় তাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।