সড়কের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) সকালে মন্নু গেইট সংলগ্ন কামারপাড়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের পাশে কামারপাড়া সড়কে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম