নোয়াখালীতে বিধিনিষেধ না মানায় ৬৪ মামলা
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ না মানায় নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬৪ মামলায় ৯৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (১১ এপ্রিল) দিনভর জেলার নয়টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনান করেন। জেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান মামলা ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৫টার পর দোকানপাট খোলা রাখা, মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।’
এদিকে অভিযান চলাকালে বিভিন্নস্থানে অন্তত ৫০০ মাস্ক বিতরণ করেছে প্রশাসন। এছাড়া নিরাপদ দূরত্ব বজায় রাখা, হাত পরিষ্কার করা ও মাস্ক পরতে মানুষকে সচেতন করা হয়।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, রোববার জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮২ জন। ৭০১ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের হার ১ দশমিক ৯৯ শতাংশ।
ইকবাল হোসেন মজনু/এএএইচ