লকডাউনের প্রথম দিনে গাইবান্ধায় ৬ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৪ এপ্রিল ২০২১

লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানা ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার বিষয়টি মনিটরিংয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত গাইবান্ধা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানা, নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ছয় মামলায় ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গাইবান্ধা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনসচেতনতা সৃষ্টি করতেই এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

জাহিদ খন্দকার/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।