গভীর রাতে কেটে দেয়া হলো ১৮০ আমগাছের চারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৫ এপ্রিল ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৮০টি আমগাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে গেল সোমবার আম্রপালি ও আশ্বিনাসহ বিভিন্ন জাতের ২শ আম গাছের চারা রোপণ করি। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে দেখি চারাগুলো জমিতে পড়ে রয়েছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অনেক কষ্ট করে গাছগুলো লাগিয়েছিলাম।

পার্বতীপুর ইউনিয়নের রাহোগ্ৰামের শামসুদ্দিনের ছেলে কামরুজ্জামান চারাগুলো কেটে দিয়েছেন বলে আব্দুর রাজ্জাক সন্দেহ করছেন। তবে কামরুজ্জামান বিষয়টি অস্বীকার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।