সাপাহারে লকডাউন উপেক্ষা করে পশুর হাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৫ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত লকডাউন উপেক্ষা করে নওগাঁর সাপাহার উপজেলার দীঘির হাটে হয়েছে পশু বেচা-কেনা। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক থাকলেও দেখা যায়নি সামাজিক দূরত্ব। গাদাগাদি করেই হাটে ঘুরছিলেন ক্রেতারা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) হাটবার দিন উপজেলার গোয়ালী ইউনিয়ন পরিষদের দীঘির হাট ডিগ্রি কলেজ মাঠে দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এ পশুর হাট চলে।

জানা গেছে, বাংলা মাসে এ বছর হাটটি ইজারা হয়নি। যার করণে সরকারিভাবে সেখানে খাস খাজনা আদায় করা হচ্ছিল। সরকারি বিধিনিষেধকে উপেক্ষা করে হাটে জনসমাগম হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

jagonews24

এ ব্যাপারে গোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, ‘সরকারিভাবে হাটে খাস খাজনা আদায় করা হচ্ছিল। আর আজ ছিল প্রথমদিন। ইউএনও নতুন যোগদান করেছেন। পশুর হাট দুপুর পর থেকে শুরু হয়। তবে করোনার কারণে লোকজনের উপস্থিত ছিল কম।’

তিনি আরও বলেন, ‘বিকেল ৩টার দিকে তেমন কোনো জনসমাগম ছিল। এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে করোনা বিষয়ে প্রচার প্রচারণা করা হয়।’

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আলী মামুন বলেন, ‘সবেমাত্র যোগদান করেছি। উপজেলা বিষয়ে এখনো তেমন কোনো ধারণা নাই। এরপরও খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

আব্বাস আলী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।