চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৫ এপ্রিল ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন হাওলাদার (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

jagonews24

মামলা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হুমায়ুন ওই শিশুকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বেড়িবাঁধের বাইরে গোলবাগানের মধ্যে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হুমায়ুন দৌড়ে পালিয়ে যান। ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সে তার পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতেই হুমায়ুনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।