গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় যতজন মারা গেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৬ এপ্রিল ২০২১
ফাইল ছবি

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে গাজীপুরে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জন ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২১১ জনে।

শুক্রবার (১৬ এপ্রিল) গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ৩৩২ নমুনা পরীক্ষায় ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় কালিগঞ্জ উপজেলায় ২০ জন, কালিয়াকৈর উপজেলায় ১৭ জন, কাপাসিয়া উপজেলায় ২২ জন, শ্রীপুর উপজেলায় পাঁচজন ও গাজীপুর সদরে ১০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত কালিগঞ্জ উপজেলায় ৭২৪ জন, কালিয়াকৈর উপজেলায় ৯২৪ জন, কাপাসিয়া উপজেলায় ৬১৫, শ্রীপুর উপজেলায় ৮৭৭ জন ও গাজীপুর সদরে ৬ হাজার ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট ৭০ হাজার ৬০৪ জনের দেহে করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৯ হাজার ২১১ জনের দেহে করোনা শনাক্ত হয়। গাজীপুরে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয় গাজীপুর সিটি করপোরেশনে মোট ৬ হাজার ৭১ জন। জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ৭ হাজার ৭৬২ জন।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।