রিকশাচালকদের জন্য রাস্তায় সাজানো ইফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৭ এপ্রিল ২০২১

রাস্তায় প্যাকেটে সাজানো থাকে ইফতার। রোজাদার রিকশাচালকরা যে যার মতো প্যাকেট তুলে নিয়ে যান। শনিবার (১৭ এপ্রিল) পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড়ে প্যাকেটগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে রাখা হয়।

সরেজমিনে দেখা গেছে, বিকেল ৪টায় প্যাকেট তৈরি কাজ শুরু হয়। বিকেল ৫টার দিকে শহরের সোনালী ব্যাংক মোড়ের রাস্তায় ইফতারির প্যাকেটগুলো সাজিয়ে রাখা হয়। রাস্তা দিয়ে রিকশাচালক গেলে তাদের জিজ্ঞাসা করা হয় রোজা আছেন কিনা। রোজা থাকলে এক প্যাকেট খাবার ও একটি পানির বোতল দেয়া হয়।

এসব কার্যক্রম পরিচালনা করে পটুয়াখালীবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

পটুয়াখালীবাসী সংগঠনের আহ্বায়ক রায়হান আহমেদ জানান, আজ ৫০ প্যাকেট রোজাদার রিকশাচালককে বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, খেজুর, জিলাপি এবং সঙ্গে একটি পানির বোতল দেয়া হয়। বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রম চলছে। আমরা পাঁচজন খাবার প্যাকেট করে সোনালী ব্যাংক মোড়ে রাস্তায় সাজিয়ে রাখি।

তিনি আরও বলেন, রিকশাচালক ছাড়া কেউ যাতে প্যাকেট নিতে না পারে সেজন্য দাঁড়িয়ে থাকি। অনেকেই এসবের ছবি তোলে। তবে রিকশা চালকরা খাবার নেয়ার সময় কোনো ছবি তুলতে দেয় হয় না।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।