বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:৫০ এএম, ২০ এপ্রিল ২০২১

বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মক লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য।

আটকের সময় তাদের কাছ থেকে একটি এলজি রাইফেল ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়া আর্মি ক্যাম্প চেকপোস্টে দায়িত্বরত সেনা ও পুলিশ সদস্যরা মোটরসাইকেল আরোহী দুইজনকে আটকে তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে একটি এলজি রাইফেল, চার রাউন্ড কার্তুজ, নগদ ছয় হাজার ২১০ টাকা, দুটি মোবাইল ফোন জব্দ করে।

আটককৃতরা হলেন, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার তাইতং পাড়া গ্রামের মংএচিং মারমা এবং কালা মারমা ।
আটকের পর তাদের সদর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় চেকপোস্টে তল্লাসী করে অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।