গরমে নাকাল চুয়াডাঙ্গার মানুষ
চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নেহাত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
বুধবার (২১ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। বের হলেও সঙ্গে থাকছে ছাতা। তবে খেটে খাওয়া ও দিনমজুরদের বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। গাছের নিচে বসে গরম থেকে বাঁচার চেষ্টা করতেও দেখা গেছে অনেককে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম বলেন, আরও কয়েক দিন দাবদাহ থাকতে পারে। বৃষ্টি হলে গরম কমতে পারে।
সালাউদ্দীন কাজল/এসআর/জেআইএম