চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বিড়িসহ দুই ভাই আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৫ এপ্রিল ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৭ হাজার ৬০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ দুরুল হুদা (৪৫) ও নাইমুল (৩২) নামের দুই ভাইকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুরুল ও নাইমুল শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ছোট চক ঘোড়াপাখিয়া গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।

রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

jagonews24

এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের জনৈক মোবারক হাজির বাড়ির সামনে দুই ব্যক্তি অবৈধ ভারতীয় বিড়ি বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে দুপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়িসহ ওই দু’ব্যক্তিকে আটক করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।