সেই স্কুল শিক্ষকের অবরুদ্ধ পথ খুলে দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৬ এপ্রিল ২০২১

নাটোরের গুরুদাসপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বাড়ির সামনের চলার পথ বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিবেশী মজিবর রহমান। ১০ দিন ধরে ওই পরিবারের ৭ সদস্য অবরুদ্ধ হয়ে আছেন। খবর পেয়ে সেই অবরুদ্ধ পথ খুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে ওই স্কুল শিক্ষক পরিবারের চলাচলের পথ খুলে দেন তিনি।

উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামে ভুক্তভোগী শিক্ষক আবুল বাশারের বাড়ি। তিনি উপজেলার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ১৭ এপ্রিল সকালে হঠাৎ করেই চলাচলের পথটি বাঁশের বেড়ায় আটকে দেন প্রতিবেশী মজিবর ও তার ছেলে মুস্তা। বেড়া টপকে বের হলে হত্যারও হুমকি দেয়া হয়। প্রতিবেশী মজিবর প্রভাবশালী হওয়ায় ভয়ে আইনের আশ্রয়ও নিতে পারছিলেন না তিনি ও তার পরিবার।

এ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ ‘বাঁশের বেড়ায় অবরুদ্ধ শিক্ষক পরিবার ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এমন সংবাদ ইউএনও মো. তমাল হোসেনের নজরে আসে। তিনি ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ শিক্ষক ও তার পরিবারকে চলাচলের ব্যবস্থা করে দেন।

ইউএনও জানান, তারা এখন স্বাভাবিক জীবন-যাপন করবেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গুরুদাসপুর থানা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।