গাছে ওঠায় শিশুর ওপর বৃদ্ধের অমানবিক নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৮ এপ্রিল ২০২১

ফেনীর সোনাগাজীতে গাছে ওঠায় ৭ বছরের শিশুকে অমানবিক নির্যাতনের দায়ে গুরা মিয়া নামের ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সোনাগাজী মডেল থানায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৬ এপ্রিল) বিকেলে মধ্যম চরছান্দিয়া গ্রামের সফি মিস্ত্রির বাড়ির গুরা মিয়ার দোকানের সামনে আমড়া গাছে ওঠে জাহাঙ্গীরের ছেলে যোবায়ের ইসলাম রুহান। বিষয়টি দেখতে পেয়ে বৃদ্ধ গুরা মিয়া ওই শিশুকে গাছ থেকে নামিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।

রুহানের বাবা জাহাঙ্গীর আলম জানান, আমার ছেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে না এলে গুরা মিয়া লাথি মেরে তাকে মেরেই ফেলত।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, মঙ্গলবার নির্যাতিত শিশুর বাবা থানায় এজাহার দাখিলের পর বৃদ্ধ গুরা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।