পটুয়াখালীতে অসহায় মানুষদের ইফতার সামগ্রী দিলেন সুলতান মৃধা
পটুয়াখালীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা ও পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা।
বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার সময় পৌরশহরের ২ নম্বর বাঁধঘাট এলাকায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জালাল আহমেদ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিজামুল হক নিজাম, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. সেলিম মৃধা, জনতা কলেজের অধ্যাপক মো. নাসির মৃধা, জেলা যুবলীগ সদস্য মো. অসীম মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।
ইফতার সামগ্রী বিতরণ শেষে অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা বলেন, দেশের এই সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের অসহায়দের পাশে দাঁড়াতে বলেছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গরিব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করে আসছি এবং রমজান মাসব্যাপী এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এইচআর/বিএ/জিকেএস