চাঁদপুরে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৯ এপ্রিল ২০২১

চাঁদপুরে তরমুজ ক্রয়-বিক্রয়ের ভাউচারের (রসিদ) চালান কপি দেখাতে না পারায় ও অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের চৌধুরীঘাট ফলপট্টি, কালি বাড়ির মোড় ও স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চৌধুরীঘাট এলাকায় তরমুজ ব্যবসায়ী আলি সিকদার, বিসমিল্লাহ ট্রেডার্স এবং স্টেডিয়াম রোডের আজওয়া স্টোরকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট ছামিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং কর্মকর্তা এনএম রেজাউল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম জানান, ব্যবসায়ীদের কাছে তাদের ক্রয়কৃত তরমুজের কোনো চালান কপি না থাকায় এবং অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় এ জরিমানা করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।