টিসিবির তেল দোকানে, দুই ব্যবসায়ীর জরিমানা
ঝালকাঠিতে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) তেল দোকানে পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ এপ্রিল) শহরের কৃষ্ণকাঠি এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু মুছা।
আদালত সূত্র জানায়, দুপুরে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় লাল মিয়ার দোকান থেকে দুই লিটারের চার বেতল ও মাহাবুব আলমের দোকান থেকে দুই লিটারের পাঁচ বোতল তেল উদ্ধার করা হয়। সরকারি তেল রাখার অপরাধে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, টিসিবির পণ্য ডিলার ব্যতীত দোকানে মজুদ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।
মো. আতিকুর রহমান/আরএইচ/জেআইএম