বিল থেকে বিধবার লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:৫৬ এএম, ০৪ মে ২০২১

ঝিনাইদহের শৈলকূপার একটি বিল থেকে রেখা রানী (৪২) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে শৈলকূপার ত্রিপাকান্দি মলমলি গ্রামের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত রেখা রানী দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী।

নিহতের ছেলে অপূর্ব কুমার বিশ্বাস জানান, বিকেলে মা পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লিজের টাকা আনতে। লিজের ১১ হাজার টাকা নিয়ে তার মা বিকেলে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা মাকে হত্যা করতে পারে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ এবং গলায় রক্তের দাগও ছিল।

শৈলকূপা থানার এসআই শফিউল ইসলাম জানান, রেখা রানীর লাশ বিলের মধ্যে পড়ে ছিল। এটি হত্যাকাণ্ড কিনা তা তদন্তের পর জানা যাবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।