ফেনীতে বিজিবির ত্রাণ পেল হতদরিদ্ররা
করো পরিস্থিতি ও রমজান উপলক্ষে ফেনীর সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও হতদরিদ্র ৭৫ পরিবারের মাঝে বিজিবির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) ফেনী ব্যাটালিয়নের (বিজিবি-৪) প্রধান অফিস সংলগ্ন জায়লস্কর উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিজিবি-৪ এর ব্যবস্থাপনায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এর আয়োজন করা হয়।
ত্রাণ বিতরণকালে বিজিবি-৪ এর উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা বলেন, ‘বর্তমানে দেশে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় অসহায়, হতদরিদ্রদের প্রাত্যহিক জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। করোনা নিয়ে জনসাধারণকে সচেতন করার নিমিত্তে উপস্থিত সবাইকে পরামর্শ দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন ও স্থানীয় প্রতিনিধি।
এসজে/জেআইএম