বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৬ মে ২০২১
ফাইল ছবি

গাজীপুরে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার হাইমচর থানার ছোট লক্ষ্মীপুর গ্রামের আবুল বেপারীর স্ত্রী মহিমা খাতুন (৫০) ও তার ছেলে আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা খাতুন (২৩)। তারা পরিবারের সঙ্গে মহানগরীর সালনার টেকিবাড়ি এলাকায় বসবাস করতেন।

বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শাশুড়ি ও পুত্রবধূ একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতি সম্পন্ন একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালকও আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।