টিকটক-লাইকিতে ছবি পোস্ট করায় স্ত্রীকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৯ মে ২০২১
ফাইল ছবি

বাগেরহাটে টিকটক ও লাইকি অ্যাপসে আপত্তিকর ছবি পোস্ট করায় সোমা আক্তার (১৯) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (৮ মে) রাতে স্ত্রীকে হত্যার পর আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত (২৩) থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

সোমা আক্তার বাগেরহাট সদর উপজেলার সিংড়াই গ্রামের আব্দুল করিম বকসের মেয়ে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজে ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) প্রথম-বর্ষের ছাত্রী। অন্যদিকে আব্দুল্লাহ আল নাইম দশানী উত্তরপাড়া এলাকার গোলাম মোহাম্মাদের ছেলে।

পুলিশ জানায়, ২০১৯ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে নাইম ও সোমার বিয়ে করেন। বিয়ের পর থেকে সোমা টিকটক-লাইকি অ্যাপস ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতেন। বিভিন্ন সময় এসব একাউন্ট থেকে আপত্তিকর ছবি পোস্ট করতেন সোমা। এসব নিয়ে স্বামী নাইমের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। শনিবার (৮ মে) ঢাকা থেকে বাগেরহাট শহরে দশানী উত্তরপাড়া এলাকার নিজ বাড়িতে যায় নাইম। ফোন দিলে বিকেল তিনটার দিকে নাইমের বাড়িতে আসেন সোমা। সেখানে সন্ধ্যার দিকে গলায় ওড়না পেঁচিয়ে সোমাকে হত্যা করে নাইম। সোমা পরকীয়ায় আসক্ত বলেও পুলিশের কাছে অভিযোগ করেন নাইম।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল্লাহ আল নাইম হত্যার কথা স্বীকার ও কারণ পুলিশকে জানিয়েছেন।

শওকত আলী বাবু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।