বাংলাদেশে অনুপ্রবেশের সময় দালালসহ আটক ২৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১০ মে ২০২১

ঝিনাইদহের মহেশপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময়ে দালালসহ ২৮ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার (১০ মে) উপজেলার ভারতীয় সীমান্তের মাটিলা ও বাশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ২৪ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। আটকদের বাড়ি খুলনা ও নাটোর জেলায়।

jagonews24

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সোমবার ভোরে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। এরমধ্যে মাটিলা বিওপির বিজিবি সদস্যরা মহেশপুরের ভারতীয় সীমান্তের মাটিলা গ্রামের থেকে ১৯ বাংলাদেশিকে আটক করা হয়। এসময় তাদের সহযোগিতার অভিযোগে এক দালালকেও আটক করে বিজিবি।

এদিকে একই রাতে সামান্তা বিওপির সদস্যরা সীমান্তের বাশবাড়িয়া গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আট বাংলাদেশিকে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে আটক করা হয়।

লে. কর্নেল কামরুল আহসান আরো জানান, করোনার সময় তারা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের সরাসরি কোয়ারেন্টাইনে নেয়ার কোনো নির্দেশ নেই। এজন্য আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তে হয়তো থানা তাদের কোয়ারেন্টাইন রাখতে পারে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।