ধান কাটলেন ডিসি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১০ মে ২০২১

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা ও দুবার্টি গ্রামে কৃষি অধিদফতর কর্তৃক ৫০ একর জমির জন্য বোরো (হাইব্রিড) হীরা-৪ জাতের ধান ট্রে পদ্ধতিতে বীজ বপন করা হয়। পরে ট্রে পদ্ধতির বপন করা সেই বীজ রাইস ট্রান্সপ্ল্যান্টারে রোপণ করা হয়। রোপণের ১৪০ দিন পর কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কাটা শুরু হয় স্থানীয় ৮০ জন উপকারভোগী কৃষকের ধান।

সোমবার (১০ মে) দুপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

উদ্বোধনকালে ডিসি এস এম তরিকুল ইসলাম বলেন, ধান এ দেশের প্রধান খাদ্যশস্য। তাই ধান চাষাবাদের প্রতি আমাদের আধুনিক যন্ত্রপাতির প্রতি নজর দিতে হবে। এজন্য সরকারের কৃষি মন্ত্রণালয় কৃষকদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। সরকার ধান কাটার মেশিনে আগ্রহী কৃষককে ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার প্রদান করছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালাক মো. মাহবুব আলম, ফার্ম মেশিনারি ডিভিশনাল প্রধান ড. মো. আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম।

আব্দুর রহমান আরমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।