সালিশে প্রতিপক্ষকে গুলির চেষ্টা, পিস্তল উদ্ধার
ফরিদপুরের চরভদ্রাসনে সালিশি বৈঠকে প্রতিপক্ষকে গুলি করার সময় তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (১০ মে) উপজেলার গাজীরটেক ইউনিয়নের ফকির ডাঙ্গী গ্রামের সিফাত প্রামাণিক (২৫) নামের এক যুবকের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করলেও তাকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানায়, সালিশি বৈঠকে প্রতিপক্ষের সঙ্গে সিফাত প্রামাণিকের বাবা আলী প্রামাণিকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সিফাত প্রামাণিক বৈঠকে প্রতিপক্ষ কামাল হোসেনকে পিস্তল ঠেকিয়ে গুলি করতে যায়। এসময় স্থানীয়রা তার কাছ থেকে পিস্তলটি উদ্ধার করলেও ধস্তাধস্তির একপর্যায়ে সে পালিয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালিশে উপস্থিত মানুষ পিস্তলটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।
চরভদ্রাসন থানার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, তিন রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মাদক-অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
আরএইচ/জিকেএস