পটুয়াখালীতে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাইল ছবি
পটুয়াখালীতে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বছরের সর্বোচ্চ ১২ মিলিমিটার মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও বজ্রসহ হালকা বৃষ্টি শুরু হয় এবং জেলার সর্বত্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত ১২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এখনও বৃষ্টি চলমান রয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ বেশি হবে ও তার পরের দিন বৃষ্টিপাত কম হবে। ঈদের দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএইচ/এমএস