পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ির প্রায় কাছে এসেই লাশ হলেন মিজানুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৩ মে ২০২১
ফাইল ছবি

পরিবারের সঙ্গে ঈদ করতে গিয়ে পথে লাশ হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বরদিয়া গ্রামের মিজানুর রহমান (৫৬)।

বুধবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের ভাঙ্গা বগাইল টোলপ্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান একই গ্রামের আব্দুল মালেক মাতুব্বরের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্র্যাকের উদ্দীপন সমাজকল্যাণ সংস্থার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই তৌহিদুর রহমান বুলবুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে মোরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। প্রায় বাড়ির কাছেও চলে এসেছিলেন। বুধবার রাত ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের ভাঙ্গা বগাইল টোলপ্লাজার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে-মেয়ে ও স্ত্রীর অনুরোধে ফরিদপুর শহরে বৃহস্পতিবার (১৩ মে) বেলা ১১টার দিকে দাফন সম্পন্ন করা হয়।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।