বেশি দামে মাংস বিক্রি করায় জরিমানা
মেহেরপুরে গাংনীর ভাটপাড়া বাজারে বেশি দামে মাংস বিক্রি করায় দু’ মাংস বিক্রেতার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভাটপাড়া বাজারের মাংস বিক্রেতা বরকত আলীকে তিন হাজার টাকা এবং রফিকুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই- আলম সিদ্দিকী জানান, মাংস ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বাজারে বেশি দামে মাংস বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় দুইজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় জরিমানা করা হয়। এছাড়া ৫৫০ টাকার বেশি দরে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।
আসিফ ইকবাল/এএইচ/জিকেএস