ঈদের ছুটিতেও সচল মোংলা বন্দর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৪ মে ২০২১

ঈদের দিনেও অন্যান্য সময়ের মতো মোংলা সমুদ্রবন্দরে পণ্য ওঠানামার কাজ চলছে।

সরকারি ছুটির কারণে দাপ্তরিক কর্মকাণ্ড বন্ধ থাকলেও বন্দরের বহির্নোঙ্গর ও জেটিতে পণ্য খালাস চলছে।

মোংলা বন্দরের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবার মোংলা বন্দরে ২৬টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। দেশের আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে মোংলা বন্দরে অবস্থানরত ওইসব বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য ওঠানামার কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেয়া হয়েছে। আজ মোংলা বন্দরে কোন জাহাজ প্রবেশ করবে না বা বন্দর ত্যাগ করবে না।

মো. এরশাদ হোসেন রনি/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।